Krishak Bandhu Status Check : প্রত্যেকটি কৃষক এই প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে তা জানতে চান । কেননা এই টাকা দিয়েই শুরু হয় চাষের কাজ । এই সাহার্য্য পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে প্রত্যেকটি চাষী ।
পশ্চিমবঙ্গের চাষাবাদ সাধারণত দুইটি ঋতুতে বেশি পরিমানে হয়ে থাকে একটি ১ ) বর্ষাকালীন চাষ ২) শীতকালীন চাষ ।
এই সময়ে কৃষকের অর্থের প্রয়োজন হয় । কারণ এই দুই সময়ে চাষীরা তাদের জমিতে বিভিন্ন ফসল ফালায় । যেহুতু এই সময়ে চাষের জন্য জমি চাষ করা , বীজ কেনা ,কীটনাশক কেনা, ইত্যাদি জন্য অনেক সময় কৃষকদের হাতে যথেষ্ট টাকা না থাকার ফলে সঠিক ভাবে চাষ আবাদ করতে পারেন না ।
এই সমস্ত সমস্যার কথা ভাবে ওয়েস্ট বেঙ্গল গভর্মেন্ট এর তরফে এই কৃষক বন্ধু প্রকল্প ঘোষণা করেন । এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের জন্য আর্থিক সাহার্য্য করেন ।
কেনা হবে ফসলের বীজ ,সার , কীটনাশক করতে হবে জমি চাষ ।
পশ্চিমবঙ্গে মূলত দুইটি ঋতুতেই সবথেকে চাষ বেশি করা হয় –
- শীতকালীন চাষ ।( রবিশস্য )
- বর্ষাকালীন চাষ । ( খরিফ শস্য )
এই দুই মরশুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের রবি ও খরিফ চাষের জন্য বাৎসরিক ৫০০০-১০,০০০ হাজার টাকার সাহার্য্য করে থাকে ।( এক একরের কম ৫ হাজার টাকা এবং এক একরের বেশি ১০ হাজার টাকা )
কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে ?
এখন প্রশ্ন হল – এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে ? অর্থাৎ কোন বর্ষাকালীন চাষের জন্য এই প্রকল্পের টাকা কবে ডুকবে এবং শীতকালীন চাষের জন্য এই প্রকল্পের টাকা কবে ডুকবে ? এটি জানতে চান কৃষকরা ।
কিন্তু চিন্তার কোনো কারণ নাই কেননা পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ তরফে জানানো হয়েছে কবে পাওয়া যাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ।
রবিশস্য : শীতকালীন চাষের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা তারিখ ?
Rabi seasons installment (রবি শস্য) : শীতকালীন চাষের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা নভেম্বর মাসের পাওয়া যাবে ।
খরিফ শস্য: বর্ষাকালীন চাষের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা তারিখ ?
Kharif seasons installment (খরিফ শস্য) : কৃষক বন্ধু প্রকল্পের টাকা খরিফ শস্যের টাকা পাওয়া যাবে জুন মাসে ।
পশ্চিমবঙ্গের চাষীরা এখন এই প্রকল্পের কিস্তির উপর নির্ভর করে তাদের চাষাবাদ করে থাকেন, তাই এই প্রকল্পরের টাকা কবে পাওয়া যাবে সেই আশায় অনেকেই অপেক্ষা করে থাকে ।
আমরা আপনাদের অফিসিয়াল বলা নোটিফিকেশনের উপর ভিক্তি করে উপরোক্ত তথ্যগুলি দিলাম । ঠিক ওই সময়ে আপনার কৃষকবন্ধুর টাকা নাও পেতে পারেন কেননা অনেকসময় একটু দেরি করেই কিস্তি পাওয়া যায় । তাই চিন্তার কোনো কারণ নেই যদি আপনার এই প্রকল্প সঠিক ভাবে হয়ে থাকে তাহলে আপনার কৃষকবন্ধুর টাকা পেয়ে যাবেন ।
Krishak bandhu Status Check at Krishakbandhu.net 2023 – কৃষক বন্ধু স্ট্যাটাস চেক

West Bengal: Farmar can easily check their Krishak Bandhu status on the krishakbandhu.net or Matirkatha.net website.
Here we explained in full detail how to check kiosk bondhu status just following the steps below.
- First, go to the official website – krishakbandhu.net on your mobile or computer browser.
- Then , click on “নথিভুক্ত কৃষকের তথ্য “ this options.
- After that, open a new window and enter your voter id card in the box.
- Then, click on “I’m not a robot” and click on the search button.
- Now you can see your krishak bondhu status, krishak bondhu id number, and payment histories.
কিভাবে চেক করবেন এই প্রকল্পের কাজ আপনার সম্পূর্ণ হয়েছে কী না এবং কৃষক বন্ধু প্রকল্পের স্টেটাস , আইডি নম্বর ও কতটুকু জমির টাকা পাবেন সমস্ত তথ্য কিভাবে অনলাইন দেখবেন –
PM Kisan Samman Nidhi Beneficiary List
Krishak Bandhu Checklist 2023 in Krishakbandhu.net – কৃষক বন্ধু চেক লিস্ট ২০২২-২৩
যদি আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের চেক লিস্ট দেখতে চান তাহলে নিচের দেওয়া স্টেপগুলি দেখুন –
- প্রথমে আপনি আপনার মোবাইল এ কৃষক বন্ধু প্রকল্পের সরকারি ওয়েবসাইট – krishakbandhu.net এই ওয়েবসাইটি খুলুন ।
- তারপর দেখবেন অনেকগুলি অপশনস তার মধ্যে “নথিভুক্ত কৃষকের তথ্য “ এই অপশনটি খুঁজে বের করুন ও ক্লিক করুন কৃষক বন্ধু চেক লিস্ট দেখার জন্য ।
- এবারে আপনার ভোটার আইডি কার্ড এর নম্বরটি লিখুন ও আই এম নট রোবট (i’m not a robot) এ ক্লিক করুন ।
- এখন সার্চ করুন ।
- এবারে আপনার কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত তথ্যগুলি দেখতে পারবেন ।
- এর মধ্যে থাকবে আপনার কৃষবন্ধু প্রকল্পের জমির পরিমান ও কৃষক বন্ধু আইডি নম্বর এবং আপনি কবে টাকা পাবেন বা আপনার এই প্রকল্পের সুবিধা পানেন কি পানেন না সেটিও দেখতে পারবেন ।
KVK Portal List